সাড়ে ২৪ লাখ টন গ্যাস অয়েল কিনবে বিপিসি
আগামী বছর ২৪ লাখ ৬০ হাজার টন গ্যাস অয়েল কিনবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর মধ্যে রয়েছে দুই হাজার পিপিএম সালফারসমৃদ্ধ গ্যাস অয়েল ও বাকিটা ৫০০ পিপিএম সালফারসমৃদ্ধ গ্যাস অয়েল।
এ ছাড়া আগামী জানুয়ারি থেকে জুন মাস সময়েও গ্যাস আমদানিতে কম প্রিমিয়াম দেবে বিপিসি। খবর রয়টার্সের।
২০১৬ সালের প্রথমার্ধে ব্যারেলপ্রতি গড়ে ৪ দশমিক ৪০ ডলার প্রিমিয়াম দেবে। এ বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৪ দশমিক ৪৯ ডলার। এ জ্বালানি তেল আনতে ১৪টি প্রতিষ্ঠানের চুক্তি প্রয়োজনীয় শর্তাবলি চূড়ান্ত করেছে বিপিসি। দৈনিক ৫৩ হাজার ব্যারেল গড়ে ২০১৫ সালে ২৬ লাখ গ্যাস অয়েল আমদানি করেছে বিপিসি।
অন্যদিকে জেট ফুয়েল আমদানির জন্য ব্যারেলপ্রতি ৫ দশমিক ৪০ ডলার প্রিমিয়াম চূড়ান্ত করেছে বিপিসি। আগামী বছর ৩ লাখ ২০ হাজার টন জেট ফুয়েল আমদানি করা হবে।
খবর: রয়টার্স