সাড়ে ৬ হাজার মিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

gas line

নারায়ণগঞ্জে প্রায় দুই হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তিতাস গ্যাসের ওই পাইপলাইনগুলো সিলগালা করা হয়েছে।

সোমবার বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় তিতাস গ্যাস সোনারগাঁ জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী জাফরুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শুক্লা সরকার বলেন, পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানো হবে।