সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানোর দাবি 

নিজস্ব প্রতিবেদক:

সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

রাজধানীর সিএনজি অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়।

সরকারের কাছ থেকে নিয়ে নির্দিষ্ট দামে সিএনজি বিক্রি করে উদ্যোক্তারা। প্রতি ঘনমিটার গ্যাস বিক্রিতে এখন আট টাকা কমিশন দেয়া হয়, এটা বাড়িয়ে ১৩ টাকা ১০ পয়সা করার দাবি জানানো হয়।

এর আগে কমিশন বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও সরকার তা করেনি বলে জানানো হয়।

সংগঠনের সভাপতি মনোরঞ্জন ভক্ত, মহাসচিব ফারহান নূর, ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল মামুনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

মহাসচিব বলেন, ২০১৫ সালের পর এখন পর্যন্ত কমিশন বাড়ানো হয়নি। কিন্তু এই সময়ের মধ্যে বিদ্যুতের দাম বেড়েছে অনেকবার। বিদ্যুতের দাম বাড়ানোর সাথে সাথে স্টেশন পরিচালনা খরচ বেড়েছে। প্রতি ইউনিট গ্যাস সিএনজি করে বিক্রি করতে পাঁচ টাকার বিদ্যুৎ খরচ হয় বলে তিনি জানান।সিএনজি স্টেশন বন্ধ করার পর্যায়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।