সিএনজি ষ্টেশন ২৪ ঘন্টা খোলা
ঈদে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশন ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।১ আগস্ট পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘন্টায় খোলা রাখা হবে।এরপর আবার আগের নিয়মে চলবে।পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায়।
গ্যাস সংকট মোকাবেলা করার জন্য প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত চারঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হয়।এই সময় সিএনজি স্টেশন বন্ধ থাকলে গ্যাস নেয়ার সমস্যার কারণে যানজট হতে পারে এই বিবেচনায় স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানায়, যানজট স্বাাভাবিক রাখা ছাড়াও ঈদের সময় শিল্পকারখানা বন্ধ হয়ে যাবে।এ সময় গ্যাসের আর সংকট হবে না।ফলে সিএনজি ষ্টেশন খোলা থাকলেও সমস্যা নেই।
এরআগে বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা হত।গতবছরও ঈদের সময় যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ১০ দিন সিএনজি স্টেশন ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।