সিএনজি স্টেশন ১লা আগষ্ট থেকে ২৪ ঘণ্টা খোলা

সিএনজি স্টেশন ১লা আগষ্ট থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে। এখন যে সন্ধ্যায় তিন ঘণ্টা বন্ধ থাকতো তা আর থাকবে না।
মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়েছে।
এবিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোস্তফা: রহমাতুল মুনিম বলেন, এখন আর গ্যাসের সংকট নেই। তাই এই সিএনজি স্টেশন বন্ধ রাখার কোন দরকার নেই।
সচিব বলেন, আবাসিক ব্যবহারকারীদের আর পাইপের গ্যাস দেয়া হবে না। শিল্প আর সার কারখানায় দেয়া হবে। গৃহস্থলীতে গ্যাসের অপচয় বেশি। তিনি বলেন, আবাসিক গ্যাসের গ্রাহক ৪২ লাখের বেশি। এরমধ্যে পৌনে তিন লাখ মিটার দেয়া হয়েছে। সকলকে মিটার সংযোগ দিতে অনেক সময় লাগবে।