সিপিবি-বাসদের কর্মসুচিতে পুলিশের বাধা
বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর দাবিতে রংপুর ও কিশোরগঞ্জে সিপিবি-বাসদকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এছাড়াও কুমিল্লা, হবিগঞ্জ ও সিরাজগঞ্জসহ কয়েকটি স্থানে সিপিবি-বাসদের রাজপথ-মহাসড়ক অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ করবে দল দু’টি।
বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও দাম কমানোর দাবিতে বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এ কর্মসূচির ডাক দেয়।
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ জনগণের ন্যায়সঙ্গত দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলায় নেতাকর্মীদের আহত ও গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সিপিবি-বাসদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের কাঁচপুর, গাজীপুর চৌরাস্তায়, খুলনার রূপসা ব্রিজ এলাকায়; বগুড়ার চৌরাস্তায়, সিরাজগঞ্জের কড্ডা মোড়ে, সাভার বাজার বাসস্ট্যান্ড, কুমিল্লার চান্দিনায়, রংপুরের মিঠাপুকুর, দিনাজপুরের ১০ মাইল, গাইবান্ধার পলাশবাড়ী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, নওগাঁর মুক্তিমোড়, ফরিদপুরের রাজবাড়ী মোড়, যশোরে দড়াটানা মোড়ে, কুষ্টিয়ায় মযমপুর মোড়, ময়মনসিংহের জিরো পয়েন্ট, কিশোরগঞ্জের কটিয়াদি, কুড়িগ্রাম, রাজশাহীর সাহেব বাজারের জিরো পয়েন্ট, সিলেট কোর্ট পয়েন্ট, চট্টগ্রামের ভাটিয়ারি, পটিয়া ও হাটহাজারীসহ সারাদেশের ৬৪ জেলার ৩২টি স্থানে রাজপথ-মহাসড়কে অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ-আওয়ামী লীগ-যুবলীগের সন্ত্রাসীরা রংপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, হবিগঞ্জ, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে টিয়ারশেল নিক্ষেপ করায় বেশ কয়েকজন আহত হন। তাছাড়া ১৫ নেতাকর্মীকে আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। এদিকে অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ঢাকায় বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য সিপিবি-বাসদ জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আমাদের রংপুর প্রতিনিধি জানান, মিঠাপুকুরে গ্যাস বিদ্যুতের দাম কমানোর দাবিতে সিপিবি ও বাসদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় পুলিশের লাঠিচার্জ, গুলি ও টিয়ারশেলের আঘাতে দুই নারীসহ ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
সকাল ১১টায় মিঠাপুকুর উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নিয়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা হামলা চালায়।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, সড়কে যানজট মুক্ত করতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।
আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে কটিয়াদী উপজেলায় সিপিবি-বাসদের সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় লাঠিচার্জে দল দুটির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
সকালে সিপিবি-বাসদের মিছিলটি কটিয়াদী বাজার প্রদক্ষিণ করার সময় পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে সিপিবি ও বাসদের নেতাকর্মীরা মিলিত হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশ আবারো তাদের লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন আহত হন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কটিয়াদীর হোসেনপুর সার্কেলের এএসপি জামাল উদ্দীন। তিনি বলেন, রাস্তা বন্ধ করে সমাবশে করতে চাইলে তাদের সরিয়ে দেয়া হয়।