সিপিবি-বাসদের হরতালে জাতীয় কমিটির সমর্থন

তথ্য আর যুক্তি দিয়ে প্রমাণিত, গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই। তবু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নাটকীয়ভাবে গ্যাসের দাম বাড়ালো। যা যুক্তিসঙ্গত নয়। গ্যাসের দাম বাড়লে পরিবহন ভাড়া বাড়বে, বাড়বে বিদ্যুতের দাম। এর ফলে উৎপাদন খরচও বাড়বে। দেশের যে মানুষ কোনো দিন গ্যাস ব্যবহার করেনি তাকেও অতিরিক্ত খরচ বহন করতে হবে।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ও সুন্দরবন বিনাশী সব অপতৎপরতা বন্ধসহ সাত দফা দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক, মহাসড়ক ও রাজপথে গণঅবস্থান কর্মসূচি পালন করে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসূচিতে এ কথা বলেন জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহম্মদ।
অবস্থান কর্মসুচি থেকে সিপিবি-বাসদের হরতালের সমর্থন জানায় জাতীয় কমিটি। এছাড়া ১৮ মার্চ একটি মহাপরিকল্পনা উপস্থাপনের ঘোষণা দেয় কমিটি। আনু মুহম্মদ বলেন, কোনো রকম ক্ষতি না করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। অনেক কম দামে গ্যাস দেয়া সম্ভব, সেটাই আমরা মহাপরিকল্পনায় সবার সামনে উপস্থাপন করা হবে।
জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জিলানী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আহমেদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।
এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, ঢাকা মহানগর ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন।