সিরিয়ায় গ্যাসক্ষেত্রে জিহাদীদের হামলায় নিহত ৯০
ইসলামিক স্টেট (আইএস)-এর জিহাদীরা বৃহস্পতিবার সিরিয়ার হোমস প্রদেশের একটি গ্যাসক্ষেত্র দখল করেছে। এ সময় তাদের হামলায় ৯০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সরকারি বাহিনীর যোদ্ধা, বেসামরিক নিরাপত্তা বাহিনীর সদস্য ও গ্যাসক্ষেত্রের কর্মী রয়েছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আইএস-এর শার গ্যাসক্ষেত্র দখলের ঘটনাকে ‘সবচেয়ে বড়’ সরকারবিরোধী অভিযান বলে উলে¬খ করেছে।
মানবাধিকার সংস্থার পরিচালক রামি আব্দেল রহমান বলেন, ‘শার গ্যাসক্ষেত্রে এই হামলায় ৯০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা রক্ষী ও আধাসামরিক ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদস্য।’
তিনি এএফপিকে বলেন. ‘নিহতদের মধ্যে ২৫ জনই বেসামরিক কর্মী।’ সূত্র: ওয়েবসাইট