সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিস্কার
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিস্কার হয়েছে। আবিষ্কৃত গ্যাস স্তরটিতে দৈনিক এক কোটি ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যাবে। গ্যাসের পরিমান প্রায় ৬৮ বিসিএফ। এখান থেকে ৭০ ভাগ উত্তোলন করা যাবে। অর্থাৎ উত্তোলন যোগ্য গ্যাসের মজুদ প্রায় ৪৮ বিসিএফ)।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।
আবিষ্কৃত গ্যাসের চাপ প্রতি ইঞ্চিতে (পিএসআই) ৬২৬০ এবং সারফেস ফ্লোইং প্রেসার ১২৭০ পিএসআই। উত্তোলনযোগ্য গ্যাসের মোট মূল্য ১ হাজার ২৭৬ কোটি টাকা। দৈনিক এক কোটি ঘনফুট গ্যাস তুললে প্রায় ১২ থেকে ১৩ বছর উত্তোলন করা যাবে।
২৮তম গ্যাস ক্ষেত্র আবিস্কারের পর প্রতিক্রিয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে এবং স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে নতুন গ্যাসক্ষেত্র আবিস্কার আমাদের জন্য খুবই স্বস্তির খবর। ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে নতুন গ্যাসক্ষেত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, বাপেক্সের সক্ষমতা দিন দিন বাড়ানো হচ্ছে। নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কার, অনুসন্ধানের জন্য বাপেক্সকে আগের যেকোন সময়ের চেয়ে শক্তিশালী করা হয়েছে।