সিলেটের বিদ্যুৎকেন্দ্রর উৎপাদন ক্ষমতা বাড়াতে চুক্তি
এবার গ্রাহকের টাকায় সিলেটের বিদ্যুৎকেন্দ্রর উৎপাদন ক্ষমতা বাড়ানো হচ্ছে। ১৫০ মেগাওয়াট থেকে করা হবে ২২৫ মেগাওয়াট। ২০১৯ সালের জুনে এই কাজ শেষ হবে।
এজন্য চিনের সাংহাই ইলেকট্রিক গ্রুপের সাথে চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
রোববার বিদ্যুৎ ভবনে এই চুক্তি সই হয়। এতে বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিতে পিডিবির সচিব মিনা মাসুদ উজ্জামান এবং সাংহাই ইলেকট্রিক গ্রুপের সহ ব্যবস্থাপনা পরিচালক মিজ ইয়াংইং সই করেন।
সিলেটের ১৫০ মেগাওয়াট সিম্পল সাইকেল বিদ্যুৎকেন্দ্রকে কম্বাইন্ড সাইকেল ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হিসেবে সম্প্রসারণ করা হচ্ছে।
বিদ্যুৎ সচিব বলেন, বিদ্যুৎ উৎপাদনে অনেক বেসরকারি কোম্পানি কাজ করছে। বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। বেসরকারি খাত, উপ আঞ্চলিক সহযোগিতা ইত্যাদি উৎস থেকে এ চাহিদা পূরণে সরকার তৎপর । বেসরকারি খাত এগিয়ে আসলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দ্রুত দেয়া যাবে।
পিডিবির চেয়ারম্যান বলেন, গত আট বছরে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগের সমন্বিত কাজের ফলেই উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, সিলেটের কুমারগাঁও এ স্থাপিতব্য এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৭৯ হাজার ৬৬২ লাখ ৮৪ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২৯৯ লাখ ৩২ হাজার টাকা নেয়া হবে। বাকী ৭৯ হাজার ৩৬৩ লাখ ৫২ হাজার টাকা পিডিবির তাদের নিজস্ব তহবিল অর্থাৎ গ্রাহকের কাছ থেকে নেয়া অর্থ থেকে খরচ করবে।
গ্রাহকের দেয়া বিদ্যুৎ বিলের একটি অংশ সংরক্ষণ এবং উন্নয়ন তহবিলে জমা হয়। এই অর্থ দিয়ে এর আগে বিবিয়ানাতে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে পিডিবি। এছাড়াও বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের মূলধনী বিনিয়োগে এই অর্থ ব্যয়ের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের সংস্কারেও এই অর্থ ব্যয় হয়েছে।