ঠোঁট কাটা সারাতে অর্থায়ন করল শেভরণ
সিলেটের শিশু-কিশোর সহ ৮৫ জনের ঠোঁট কাটা, তালু কাটা ও মুখমন্ডলের অন্য বিকৃতি সারিয়ে তুলেছে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল। রোটারি ক্লাব জালালাবাদ এবং সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় দশ দিনব্যাপী পরিচালিত এই কর্মসূচির অর্থায়ন করেছে শেভরন বাংলাদেশ।
শেভরনের অধীন জালালাবাদ গ্যাসক্ষেত্রের আশেপাশের এলাকার অধিবাসীদের এই সমস্যা দূর করা হয়। গত ১১ ডিসেম্বর সিলেটের রোজভিউ হোটেলে এই উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করে শেভরন বাংলাদেশ।
অনুষ্ঠানে জানানো হয়, রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী দরিদ্র শিশুদের বিভিন্ন শারীরিক পুনর্গঠন ও চিকিৎসা সেবাদানকারী একটি অলাভজনক জনহিতকর সংস্থা। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর রোটারি ক্লাবের সহযোগী হিসেবে বিশ্বে কমিউনিটি সেবা কার্যক্রমের পরিচালনার লক্ষ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো ২০২৫ সালের মধ্যে সারা বিশ্বে শিশু-কিশোরদের মধ্যে ঠোঁট কাটা ও তালু কাটা রোগে আক্রান্ত কেউ যাতে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। সিলেটে অনুষ্ঠিত এই কর্মসূচিতে চলতি বছর ২৪ জন মেডিক্যাল এবং নন মেডিক্যাল স্বেচ্ছাসেবক অংশ নেয়। এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের প্লাস্টিক সার্জন, এ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এবং নার্সরা স্বেচ্ছায় সেবাদানকারী হিসেবে অংশ নেন। দুই বছর আগে চট্টগ্রামে এই কর্মসূচিতে অর্থায়নের মাধ্যমে সংস্থাটির সাথে একযোগে কাজ করা শুরু করে শেভরন বাংলাদেশ। ২০১৪ সালে ৭৮ জনের সফল চিকিৎসা করে তারা।