সুন্দরবনকে ক্ষমা করে দাও
সুন্দরবনকে ক্ষমা করে দাও। সবুজ রক্ষা কর, নদীকে বাঁচতে দাও। উন্নয়নের নামে শ্বাস প্রশ্বাস নেয়ার অধিকার বঞ্চিত
করো না। রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রক্রিয়া বন্ধ কর। জনগণের স্বার্থ রক্ষা কর। এর স্থান পরিবর্তন কর।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস (এসএএইচআর) আয়োজিত
‘প্রসঙ্গ: রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প’ শীর্ষক এক তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
এসএএইচআর এর ব্যুরো সদস্য এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এতে সভাপতিত্ত্ব করেন।
এতে বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, তেল গ্যাস
খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহম্মদ শহীদুল্লাহ,
সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম, ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ
পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পদক ডা. আবদুল মতিনসহ অন্যরা। নিজেরা করি’র
নির্বাহি পরিচালক খুশী কবির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।