সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় মানববন্ধন
‘দূষণমুক্ত সুন্দরবন চাই’শ্লোগান নিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নাটোরের সিংড়ায় মানববন্ধন ও গণ-স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সিংড়া বাসষ্ট্যান্ডে এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের পাশে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর আয়োজনে ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির বাস্তবায়নে কর্মসূচিতে জনপ্রতিনিধি,শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সদস্য ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পৌরসভা সমিতির মহাসচিব মেয়র শামিম আল রাজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম ইসাহক আহমেদ, রাজনৈতিক নেতা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রিন্ট মিডিয়া উপ-কমিটির আহবায়ক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,পৌর কাউন্সিলর তায়েজুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি ড. নূর আহমেদ শেখ, যুগ্ম সম্পাদক আবু সাইদ পলাশ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুন আর রশিদ, প্রচার সম্পাদক মহসিন আলম, সদস্য নুর-ই-আসাফুদৌলা, আব্দুল মালেক, কুরবান আলী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, মানব সৃষ্ট নানা অপতৎপরতায় যেন দেশের সম্পদ সুন্দরবন ধংস না হয় সে ব্যাপারে সরকারকে হস্তক্ষেপ করতে হবে। প্রয়োজনে আইনের প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা।