সুন্দরবনে ট্যাঙ্কারডুবির ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
সুন্দর বনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কারডুবির ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য ৭ সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শনিবার এ কমিটি গঠন করা হয় বলে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ট্যাঙ্কার ডুবির ঘটনায় পরিবেশের বিপর্যয় ও সুন্দর বনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়ে এ কমিটি আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়া কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।এছাড়া এ ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছেন কিনা তাও খতিয়ে দেখতে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- সাবেক পানিসম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, পরিবেশ আন্দোলনের নেতা ড. ফরিদুল ইসলাম, আব্দুস সালাম, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা, পরিবেশ সাংবাদিক ফোরামের নেতা কামরুল ইসলাম।