কয়লা কার্গো ডুবি: শুরু হয়নি উদ্ধার অভিযান

সুন্দরবনের পাশে বঙ্গোপসাগরের ১২ নম্বর ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যাওয়া কয়লাবোঝাই ‘এমভি আইচগাতি’ কার্গো উদ্ধার অভিযান এখনো শুরু হয়নি। তবে শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং মালিকপক্ষের প্রতিনিধি।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর ফারুক হাসান জানান, ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গোটি উদ্ধারে যৌথ
চেষ্টা শুরু হয়েছে। তবে বঙ্গোপসাগরের উত্তাল স্রোত বেশি হওয়ায় সহসায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হচ্ছে না।
এদিকে এ ঘটনায় মংলা থানায় একটি জিডি করেছেন কার্গোটির মাস্টার সোহেল রানা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মংলা বন্দরের ফেয়ারওয়ের অদূরে হিরনপয়েন্টে এক হাজার ১০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে য়ায় ‘এমভি আইচগাতি’ নামের এ কার্গো জাহাজ। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ সমুদ্রে ভাসতে থাকা ১৪ নাবিক ও ক্রুকে উদ্ধার করে।
এর আগে ২০১৬ সালের ১৯ মার্চ সুন্দরবনের শ্যালা নদীতে এক হাজার ২৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি সি হর্স নামে একটি লাইটারেজ জাহাজ। তারও আগে ২০১৫ সালের ২৭ অক্টোবর ৫১০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় জিয়া রাজ নামে আরো একটি লাইটারেজ জাহাজ। সেখান থেকে কয়লা উদ্ধার হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি দুর্ঘটনা কবলিত এসব জাহাজ।