সুন্দরবন ধ্বংস করে কয়লা বিদ্যুৎকেন্দ্র করা চলবে না
প্যারিসে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে যোগ দেয়ার আগেই প্রধানমন্ত্রীর কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ মানববন্ধন করে এই দাবি জানায়।
সভায় বক্তারা বলেন, সরকার বারবার বলার চেষ্টা করছে যে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে, সুন্দরবনের কোন ক্ষতি হবে না। সরকারের বক্তব্য চরম অসত্য ও অগ্রহণযোগ্য। রামপাল বিদ্যুৎকেন্দ্র করতে গিয়ে পরিবেশ অধিদপপ্তরের ৫৯টি শর্ত উপেক্ষা করা হচ্ছে।
তারা বলেন, ভারতের সাথে অসম ও অস্বচ্ছ চুক্তির ফলে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। পরিবেশ, জীববৈচিত্র্য বিপন্ন হবে। সুন্দরবনের অস্তিত্ব ভয়াবহ হুমকির মধ্যে পড়বে। গত ১৩ মাসে ৫টি দুর্ঘটনা সুন্দরবনকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে। এ থেকেই প্রমাণিত হয় রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের ধ্বংসের জন্য যথেষ্ট। নেতৃবৃন্দ অনতিবিলম্বে রামপাল সহ সকল প্রাণ-প্রকৃতি ধ্বংসকারী পরিকল্পনা বাতিলের দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সংসদের সদস্য শামীম আহমেদ, সাধারণ সম্পাদক সুমন সেন গুপ্ত, সাংগঠনিক সম্পাদক অনিক রায়, দপ্তর সম্পাদক দীপক শীল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহর লাল রায়সহ অন্যরা।