সুপার রিফাইনারি দেশেই করছে ছয় প্রকার জ্বালানি
দেশের কনডেনসেন্ট থেকেই ছয় প্রকার জ্বালানি তৈরী করছে সুপার রিফাইনাইরি প্রা. লিমিটেড।
দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে কনডেনসেন্ট সংগ্রহ করে তারা পেট্রোল, ডিজেল, কোরোসিন, বিমান বাহিনীর এয়ারক্রাফট জ্বালানি, রপে তৈরীতে ব্যবহার করা এমটিটি উৎপাদন করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে এই তেল বাজারজাত করা হচ্ছে।
কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজির আহমদ এনার্জি বাংলাকে বলেন, সুপার রিফাইনারির মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
যে জ্বালানি আমদানি করতে হত তা এখন দেশেই হচ্ছে। এর যে কাচাঁমাল তাও দেশ থেকেই সংগ্রহ করা হচ্ছে। আগে এই মূল্যবান কাচাঁমাল ভালভাবে ব্যবহার হত না।