সু্ন্দরবনের শ্যালা নদীতে স্থায়ীভাবে নৌ চলাচল বন্ধের সুপারিশ
সু্ন্দরবনের শ্যালা নদীতে স্থায়ীভাবে নৌ চলাচল বন্ধের সুপারিশ করেছে বন বিভাগের তদন্ত কমিটি।
শ্যালা নদীতে কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনায় বন বিভাগের চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। কমিটির প্রধান সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ প্রতিবেদনটি বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলামের কাছে জমা দেন।
তারা তাদের সুপারিশে শ্যালা নদী দিয়ে চলাচল করা সব ধরনের বাণিজ্যিক নৌযান স্থায়ীভাবে বন্ধ, ডুবে যাওয়া কয়লাবাহী কোস্টারটি দ্রুত অপসারণ এবং ওই নৌপথে নতুন করে দুর্ঘটনা এড়াতে আগে ডুবে থাকা দু’টি নৌযান এলাকা চিহ্নিত করে দিতে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে।