সেপ্টেম্বরের মধ্যে আরো সাত উপজেলায় শতভাগ বিদ্যুৎ
২০১৮ সালের মধ্যে ৪৬৫ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত করার পরিকল্পনা করেছে আরইবি। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের মধ্যে আরো ৭টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত করা হবে। তবে কোন কোন উপজেলা শতভাগ বিদ্যুৎ পাবে তা এখনো চূড়ান্ত করা হয়নি।
এর আগে দেশের ছয়টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। ছয় উপজেলার মোট ২ লাখ ৩৮ হাজার ৬৫০ জন গ্রাহক বিদ্যুৎ পাচ্ছে এখন। গত ১২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুাতায়ন বোর্ড (আরইবি) জানায়, শতভাগ উপজেলা বিদ্যুতায়নে নেয়া পরিকল্পনা অনুযায়ি আগামী ডিসেম্বরের মধ্যে ২২টি উপজেলা, আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের মার্চের মধ্যে ২০টি উপজেলা এবং জুনের মধ্যে ৭০টি উপজেলা অর্থাৎ আগামী জুন’১৭ এর মধ্যে ১১৯টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এভাবে ২০১৮ সালের মধ্যে দেশের ৪৬৫টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে।
এদিকে গত ১ সেপ্টেম্বর আরইবির প্রধান কার্যালয়ে ৭৮টি সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আরইবি চেয়ারম্যান মঈন উদ্দিন বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়ে বলেন, আরইবি এরইমধ্যে ১ কোটি ৫৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ দিয়েছে। এরমধ্যে বর্তমান সরকারের দায়িত্বপালনকালে অর্থাৎ গত ৭ বছরে ৮৪ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। যা দেশের উন্নয়নের ইতিহাসে এক বিশাল অর্জন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে নির্ভরযোগ্য, মানসম্মত, নিরাপদ ও যৌক্তিক মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। লোড ব্যবস্থাপনা, দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি, বিদ্যুৎ বিভ্রাট কমানো, সমতার ভিত্তিতে বিদ্যুৎ বিতরণ সর্বোপরি উন্নত গ্রাহক সেবার উপর গুরুত্বারোপ করছে আরইবি।
আরইবি জানায়, ২০১৫-১৬ অর্থবছরে ৩৭ লাখ নতুন সংযোগ দিয়েছে আরইবি। এ কারণে ৩২ হাজার কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে ৩০ লাখ নতুন সংযোগ দেয়া হবে। এ সময়ে ৩৫ হাজার কিলোমিটার নতুন লাইন নির্মাণ এবং সিস্টেম লস এর টার্গেট ১১ দশমিক ৫০ ভাগ নির্ধারণ করা হয়েছে। একই সময়ে ১১ হাজার প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে।