সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ ও জ্বালানি মেলা
আগামী সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ ও জ্বালানি মেলা অনুষ্ঠিত হবে। এবার মেলায় একাধিক দেশের মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বুধবার একথা জানান।
রাজধানীর বিদ্যুৎভবনে অনুষ্ঠিত এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেক বড় আকারে এই মেলা করা হবে। যেসব দেশ বাংলাদেশে বিদ্যুৎ জ্বালানি খাতে বিনিয়োগ করেছে তাদের আমন্ত্রণ জানানো হবে।
গত কয়েক বছর ডিসেম্বর মাসে বিদ্যুৎ জ্বালানি মেলা হচ্ছে। কিন্তু এবার উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে মেলা করা হয়নি। আনসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বর মাসেই এই মেলা করার উদ্যোগ নেয়া হচ্ছে।