সৌরবিদ্যুতের সম্ভাবনাময় বাজার হয়ে উঠছে ব্রিটেন

সৌর প্যানেল

সৌরবিদ্যুতের সম্ভাবনাময় বাজার হিসেবে ইউরোপের বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে চলে এসেছে ব্রিটেন। জার্মানিতে সোলার প্যানেল বাজার সংকোচন, ভর্তুকি উঠিয়ে নেয়ায় স্পেনে সৌরবিদ্যুতের বাজারে ধস এবং ইতালির শ্লথ অর্থনীতির কারণে বিনিয়োগকারীরা এখন নজর ঘুরিয়েছেন ব্রিটেনের দিকে।
২০১১ সাল থেকেই সরকারি সহায়তায় ব্রিটেনে ক্রমাগত প্রসারিত হয়েছে এ খাতের বাজার। সঙ্গে আছে জনগণের সমর্থন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনা। ২০১০ সালে সারা দেশে মাত্র ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুত্ উত্পাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে দেশটিতে সৌরবিদ্যুত্ উত্পাদিত হয় ৩ দশমিক ২ থেকে ৪ গিগাওয়াট। বাজার গবেষণা প্রতিষ্ঠান সোলারবাজের হিসাবে, এ বছরই বিশ্বের সবচেয়ে বেশি সোলার প্যানেল স্থাপনার দিক দিয়ে ব্রিটেন জার্মানিকে ছাড়িয়ে যাবে।
জার্মান ইন্স্যুরেন্স জায়ান্ট আলিয়ানজের প্রতিষ্ঠান আলিয়ানজ গ্লোবাল ইনভেস্টরস ব্রিটেনে সৌরপ্যানেল বিক্রয় ও স্থাপনে ব্যাপক বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগ কর্মকর্তা আরমিন সান্ডহোভেল জানান, ‘ব্রিটেন ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় সৌরবিদ্যুতের বাজার। ২০১৪ সালেই আমরা এ অঞ্চলে প্রচুর চাহিদা ও প্রতিযোগিতার আশা করছি।’
আলিয়ানজ ছাড়া দেশী-বিদেশী অনেক প্রতিষ্ঠান ব্রিটেনের সৌর খাতে বিনিয়োগে নেমেছে। বাড়ির ছাদে প্যানেল স্থাপনে অর্থসহায়তা দিচ্ছে আভিভা ইনভেস্টরস। অন্যদিকে সৌরভবন নির্মাণে উল্লেখযোগ্য বিনিয়োগের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাংকিং গ্রুপ ম্যাককোয়ের। সরকারি হিসাবে, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এ খাতে ব্রিটেনে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড (১০ দশমিক ৭৭ বিলিয়ন ডলার)।
খবর ওয়াল স্ট্রিট জার্নাল।