সৌরবিদ্যুতে ৫০ হাজার বাড়ী বিদ্যুতায়িত
বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন সোলার হোম সিস্টেমস (এসএইচএস) প্রকল্পের আওতায় প্রতি মাসে গ্রামীন এলাকায় ৫০ হাজারেরও বেশি বাড়ীতে বৈদ্যুতিক সংযোগ দেয়া হচ্ছে।রাষ্ট্রীয় মালিকানাধীন অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান‘ইডকল’ বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করছে।
রোববার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এনজিও ও সরকারি প্রতিষ্ঠান যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে সফলতার সঙ্গে পিপিপি কর্মসূচী বাস্তবায়ন করছে।যেসব প্রত্যন্ত গ্রামীণ এলাকায় জাতীয় গ্রীডের বিদ্যুৎ সংযোগ পৌঁছানো সম্ভব নয়, এমন সব এলাকায় ৩ লাখ ৭৭ হাজার বাড়ীতে এই প্রকল্পের আওতায় বিদ্যুৎ সেবা পৌঁছায় দেয়ার লক্ষ্য প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।