সৌরবিদ্যুৎ, জ্বালানি তেল, বিতরণলাইন ও বিদ্যুৎকেন্দ্রর যন্ত্রাংশ কেনার অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:
সৌরবিদ্যুৎ, জ্বালানি তেল, বিতরণ লাইন, বিদ্যুৎকেন্দ্রর যন্ত্রাংশ কেনাসহ বিদ্যুৎ জ্বালানির একাধিক প্রকল্প অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, ময়মনসিংহ জোন’ প্রকল্পের প্যাকেজ নং জিডি-১: লট-২ এর আওতায় টার্নকি ভিত্তিতে ৬টি উপকেন্দ্রের যন্ত্রাংশ কেনা এবং স্থাপন কাজের অনুমোদন পেয়েছে দেশীয় আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ। এর খরচ ধরা হয়েছে ৬৫ কোটি ৭ লাখ ৫৭ হাজার ৪৪৪ টাকা।
বিউবো এর চট্টগ্রামের শিকলবাহা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইনের হট গ্যাস পাথ ইন্সপেকশন সংশ্লিষ্ট যন্ত্রাংশ কেনা, স্থাপন এবং এর সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সেবার কাজ করবে মেসার্স জেঅ্যান্ডসি ইমপেক্স লিমিটেড। এতে ১০২ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৬৯২ টাকা খরচ হবে।
জরুরি বিবেচনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) অতিরিক্ত ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির অনুমোতি দিয়েছে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি।
খুলনার তেরখাদা উপজেলায় ৫০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। ২০ বছর মেয়াদি এই প্রকল্পে খরচ হবে এক হাজার ৩২৮ কোটি ৯০ লাখ টাকা। এই কেন্দ্রের বিদ্যুতের দাম হবে ঘণ্টা প্রতি কিলোওয়াটে ৮ টাকা ২০ পয়সা বা শূন্য দশমিক ১০২৬ মার্কিন ডলার।
‘করস্বর্গ’ হিসাবে পরিচিত পানামায় নিবন্ধিতবিনিয়োগ কোম্পানি বিজনেস রিসার্চ ইন্টারন্যাশনাল করপোরেশন (ব্রিক) ও সিঙ্গাপুরের হিরো ফিউচার এনার্জি এশিয়ার যৌথ উদ্যোগে এটা করবে।
হিরো ফিউচার এনার্জি এশিয়া ভারতীয় কোম্পানি হিরো’র বিদ্যুৎ উৎপাদনের অঙ্গ প্রতিষ্ঠান।
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ১০৯ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এই সার নেবে।