সৌরসহ বিদ্যুতে সাড়ে ১৮ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
বাংলাদেশের সৌর ও বেসরকারিখাতে ১৮ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
এই অর্থে ফেনী জেলায় প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াটের সৌর পার্ক করা হবে। এছাড়া বাকী অর্থ বেসরকারিখাতের মাধ্যমে বিদ্যুতে বিনিয়োগ করা হবে।
বাংলাদেশে বর্তমানে মোট বিদ্যুতের এক দশমিক পাঁচ শতাংশ নবায়নযোগ্য।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত স্থানীয় প্রতিনিধি ড্যান্ডান চেন বলেন, বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বাংলাদেশের রয়েছে বিশ্বের অন্যতম সফল নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি। নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে ১০ শতাংশের জনগণের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এই প্রকল্প নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সম্প্রসারণে সহায়তা করবে। এতে সরকারি ও বেসরকারি খাতে সহযোগিতাও জোরদার হবে।