সৌর শক্তি দিয়ে রান্নার ব্যবস্থা!
ইবি ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা সিএমইআরআই সৌর শক্তি দিয়ে রান্নার ব্যবস্থা করেছে।
সিএমইআরআই এর বিজ্ঞানীরা সৌর শক্তি ব্যবহার করে ব্যাটারি চার্জের ব্যবস্থা করেছেন। মূলত সৌর বিদ্যুতের সাহায্যে জ্বলবে ইলেকট্রিক হিটার। যার সাহায্যে খুব সহজেই রান্না করা যাবে। যার নাম দেয়া হয়েছে ‘ডিসি সোলার কুকিং সিস্টেম’।
বিজ্ঞানীরা সৌর প্যানেলের মাধ্যমে ব্যাটারি চার্জ করার ব্যবস্থা করেছেন। ব্যাটারি থেকে নির্গত শক্তির মাধ্যমে জ্বলবে হিটার। হিটারে ব্যবহার করা হয়েছে এক বিশেষ ধরনের কয়েল। সেই কয়েলটিও বানিয়েছে সিএমইআরআই। এই কয়েলটি অন্যান্য কয়েলের তুলনায় একই সময় জ্বলতে অনেক কম বিদ্যুৎ খরচ করবে। ফলে সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ হওয়া ব্যাটারিগুলো থেকে অনেকক্ষণ জ্বলতে পারবে হিটার।
দুর্গাপুরের সংস্থার এই আবিষ্কার, এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সময়, পরিত্রাণের পথ দেখাতে পারে বলে মনে করছেন টেকনোলজি বিশেষজ্ঞরা। পাশাপাশি সৌর বিদ্যুৎ ব্যবহারের ফলে, তা পরিবেশের জন্যও বিভিন্ন দিক থেকে ভাল হবে বলেই মনে করছেন তারা।
ইতিমধ্যেই সৌর ডিসি কুকিং সিস্টেম বাজারজাত করার জন্য, দুটি বেসরকারি সংস্থাকে টেকনোলজি দিয়েছে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। সবার নাগালের মধ্যে এই ডিসি সোলার কুকিং সিস্টেম যাতে বাজারজাত করা যায়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
একবার ডিসি সোলার কুকিং সিস্টেম কিনলে, তা থেকে দীর্ঘমেয়াদি পরিষেবা পাওয়া যাবে।
সোলার সিস্টেম জনপ্রিয় করে তুলতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন সংস্থার আধিকারিকরা।