স্থলভাগে এলএনজি টার্মিনাল করতে ভারতের সাথে সমঝোতা

কক্সবাজারের কুতুবদিয়াতে তরল প্রাকৃতিক গ্যাস টার্মিনাল স্থাপন করা হচ্ছে। এজন্য ভারতের পেট্রোনেট এলএনজি লিমিটেড এর সাথে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সমঝোতা চুক্তি করেছে। তবে এই চুক্তির বাধ্যবাধকতা নেই।
চুক্তি অনুযায়ি দৈনিক ১০০ কোটি ঘনফুট তরল গ্যাস পরিচালনা করার মত এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে।
অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শ্রী হর্ষবর্ধন শ্রিংলা, জ্বালানি বিভাগের সচিব মো. জাকির হোসেন, চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব), পেট্রোনেট এলএনজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রভাত সিং উপস্থিত ছিলেন।
পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং পেট্রোনেট এলএনজি লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রভাত সিং সমঝোতায় সই করেন।
পেট্রোনেট এলএনজি লিমিটেড টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করবে। আগামী চার বছরের মধ্যে এই  টার্মিনাল স্থাপনের কাজ শেষ করবে।

petrobangla-lng-petronet