স্থলভাগে এলএনজি টার্মিনাল করতে পরামর্শক নিয়োগ
স্থলভাগে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল করতে বেলজিয়ামের টেট্রাপেল পরামর্শক নির্বাচন করা হয়েছে। একই সাথে পরিবেশের প্রভাব পর্যালোচনার জন্য ভারতীয় কোম্পানি ইআরএম এর সাথে চুক্তি করা হয়েছে।
সোমবার বিদ্যুৎ ভবনে পাওয়ার সেল কার্যালয়ে এই চুক্তি সই হয়।
এসময় পাওয়ার সেল এর মহাপরিচালক মোহাম্মদ হোসেইন, আইএফসি এর এশিয়া অঞ্চলের প্রধান জেসিকা ফামা, টেট্রাপেল এর প্রকল্প পরিচালক (গ্যাস ও এলএনজি) ডেভিড লেটন ও নিনা সিং উপস্থিত ছিলেন।
এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য অভিজ্ঞ কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানো, চুড়ান্ত চুক্তি করতে কোম্পানি বাছাই, কারিগরি বিষয় পর্যালোচনা এবং স্থান নির্বাচনে পরামর্শ দেবে পরামর্শক কোম্পানি।
চুক্তির পরপরই প্রাথমিক কাজ হিসেবে মঙ্গলবার কক্সবাজারের মহেশখালীতে যাবে পরামর্শক কোম্পানির প্রতিনিধিদল। তারা স্থান নির্বাচনের জন্য এলাকা পরিদর্শন করবে এবং আগামী শুক্রবার পর্যন্ত ওই এলাকায় অবস্থান করবে।