স্বেচ্ছায় অবসরের আদেশ নিয়ে উত্তরাঞ্চলে বিদ্যুৎ কর্মীদের মধ্যে অসন্তোষ

উত্তরাঞ্চলের বিদ্যুতের নতুন কোম্পানিতে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কোম্পানি থেকে কর্মীদের স্বেচ্ছায় অবসরে যাওয়ার এক চিঠির জন্য এই অসন্তোষ দেয়া দিয়েছে।
নর্থওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নির্ধারিত চকে অবসরে যাওয়ার কাগজে সই করিয়ে নিচ্ছে। ১৫ই সেপ্টেম্বরের মধ্যে সকলের সই করার কথা ছিল। কিন্তু একজনও এই কাগজে সই করে জমা দেন নি বলে জানা গেছে।
যে কাগজে সই করানো হচ্ছে সেখানে বলা হয়েছে, ‘… আমি নিম্নস্বাক্ষরকারী বিউবোর্ডের চাকরি হইতে অব্যাহতি/স্বেচ্ছায় অবসর গ্রহণ করিয়া বিউবো হইতে বিধি মোতাবেক প্রাপ্য পেনশন /আনুতোষিক সুবিধাসহ নওজোপাডিকো লি. এর শর্ত মোতাবেক উক্ত কোম্পানিতে চাকরি করার ইচ্ছা (অপশন) ব্যক্ত করিতেছি।’ এই অপশন দপ্তর প্রধান কর্তৃক প্রত্যায়িত হবে। গত ১০ সেপ্টেম্বর কোম্পানি সচিব এবিএম ইমতিয়াজ উদ্দীন আহমেদ এক আদেশ বলে উক্ত অপশনের পত্র , দপ্তরাদেশ জারী করেন।
এদিকে, অপশন পত্রের বক্তব্য অস্পষ্ট ও ‘রহস্যময়’ আখ্যা দিয়ে কোম্পানিতে কর্মরতদের সিংহভাগই সই করেননি। রাজশাহী, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, নাটোর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, পাবনা, নবাবগঞ্জ, গোমস্তাপুরসহ সকল জেলায় কর্মরতরা অপশনকে বয়কট করে, পেনশনসহ আনুতোষিক প্রাপ্য অর্থের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা, কোম্পানির শর্তগুলোর বিস্তারিত বিবরণ, চাকরির নিশ্চয়তার দাবি করেছেন। ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে, খোঁজ নিয়ে জানা গেছে,  কর্মরতদের পক্ষ থেকে একটিও অপশন পত্রও জমা পড়েনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব কিছু স্বচ্ছ ও সরলভাবে উপস্থাপন করা হোক। সকলেই কোম্পানিতে চাকরি করতে চান, তবে কোম্পানির ভেন্ডার এগ্রিমেন্ট, শর্তাবলী প্রকাশ করে ধোঁয়াশা কাটালেই তো সমস্যার সমাধান হয়ে যায়।
বিদ্যুত্ বিভাগের রাজশাহী ও রংপুর এলাকায় লিয়েনে কর্মরত দুই হাজার ৬০০ কর্মকর্তা-কর্মচারীর পিডিবির চাকরি থেকে  স্বেচ্ছা অবসর/অব্যাহতি নেয়া সংক্রান্ত পিডিবির জারী করা এক অফিস আদেশ নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
গত ১৫ সেপ্টেম্বর অপশন দেয়ার শেষ দিন নির্ধারণ করা থাকলেও তা হয়নি। সকল কর্মকর্তা-কর্মচারীদের সই করাতে ব্যর্থ হওয়ায় এখন চাপ দিয়ে পেছনের তারিখ দিয়ে সই করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১ লা অক্টোবর ২০১৬ তারিখে পিডিবির রংপুর ও রাজশাহী এলাকা নিয়ে ‘নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’ নামে কাগুজে কোম্পানি চালু করা হয়। এই এলাকায় কর্মরত সকলকে এক চিঠির বলে উক্ত কোম্পানিতে লিয়েনে ন্যস্ত করা হয়। পিডিবির নাম মুছে দিয়ে কোম্পানির নামে কার্যক্রম শুরু হলেও সকল কার্যক্রমই পিডিবির বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে। এখনও কোম্পানির বিধি বিধান তৈরিসহ ভেন্ডার চুক্তি সই হয়নি।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাকিউল ইসলাম গত ১৩ ই আগষ্ট পিডিবির চেয়ারম্যান বরাবরে ‘কোম্পানিতে আত্মীকরণ হতে ইচ্ছুক কর্মকর্তা/কর্মচারীদের পাওনা এককালীন পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত ও সম্ভাব্য সময়সীমাসহ লিয়েনের সর্বোচ্চ সময়সীমা জানতে চিঠি  দেন। এরপর পিডিবির পক্ষ থেকে মো. সেলিম রেজা, পরিচালক (কর্ম) গত ৩০ আগস্ট এক চিঠিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে জানান, ১৫ই সেপ্টেম্বরের মধ্যে কোম্পানিতে যেতে ইচ্ছুক, অনিচ্ছুক কর্মকর্তা/কর্মচারীর তালিকা বিউবোর্ডে পাঠাতে হবে। এছাড়া নওজোপডিকো এ লিয়েনে আনা কর্মীদের পেনশন/আনুতোষিক, ছুটি নগদায়ন ও জিপিএফ (চূড়ান্ত) পরিশোধের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগে চিঠি দেয়া হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার পর কোম্পানিতে অপশন প্রদানকারীদের সরকারি বিধি অনুযায়ী অর্থ পরিশোধের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এরই ফলশ্রুতিতে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি বিদ্যুৎ অফিসে অপশন দেয়ার নির্ধারিত ছক পাঠানো হয়।