স্রেডার নতুন চেয়ারম্যান হেলাল উদ্দিন
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানাে হয়। প্রেষনে এ পদে তাকে নিয়োগ দেয়া হয়েছে।
স্রেডার আগের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
হেলাল উদ্দিন এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে কর্মরত ছিলেন।