হঠাৎ দুর্যোগ
প্রথমে মেঘ। মেঘলা। তারপর অন্ধকার। দিনে দুপুরেও গাড়ির হেড লাইট জ্বলছে। তারপর বৃষ্টি। ঝুম বৃষ্টি। সাথে যোগ হল শিল। কালো পিচ ঢালা পথ ইউরোপের তুষারপাতের মত সাদা হয়ে গেল। মুহুর্তে ছাদগুলো ভরে উঠল সাদা মুক্ত দানায়। গাছ থেকে ঝরে পড়ল বসন্তের অবশিষ্ট পাতা আর মুকুল। হঠাৎ দুর্যোগে দেশবাসী।
দুপুর ১২টার দিকে হঠাৎ এই শিলা বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হয় অনেককে। অল্প সময়ের এই বৃষ্টিতেই নেমে আসে জীবন যাত্রায় ছন্দপতন। নগরীর অনেক স্থানে পানি জমে যায়। আহত হয়েছেন অনেকে।