হরতালে পুলিশের ভূমিকায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পবিরোধী হরতালে রাজধানীতে পুলিশের ভূমিকায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, হরতাল আহ্বানকারীদের পুলিশ যেভাবে বাধা দিয়েছে, তা করা তাদের উচিত হয়নি।
আজ শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এর আগে স্থানীয় বঙ্গবন্ধু কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, আবেগের বশবর্তী হয়ে পরিবেশবাদীরা রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করছে। ঢাকার ১৭ কিলোমিটার দূরে গজারিয়ার বিদ্যুৎ প্রকল্প ঢাকার কোনো ক্ষতি না করলে রামপাল বিদ্যুৎ প্রকল্প ৭০ কিলোমিটার দূরের সুন্দরবনের কীভাবে ক্ষতি করবে, সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ না গেলে ওই এলাকার উন্নয়ন হবে না। ফলে ওই এলাকার জনগণ সরকারের প্রতি ক্ষুব্ধ হবে। ওই এলাকায় যাতে বিদ্যুৎ না যায়, ওই এলাকায় যাতে উন্নয়ন না হয়, সে জন্য ষড়যন্ত্র করে রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার পাঁয়তারা চলছে। এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও থাকতে পারে।