হাজার টাকার এলপিজি দেড় হাজারে বিক্রি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ১১ই অক্টোবর ২০২৫):
এলপিজির দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্ব নিতে হবে মন্তব্য করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বেশি মুনাফা করে টাকা পাচারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। গ্যাস ঘাটতিতে রাজনীতি ও তাদের সহযোগী ব্যবসায়ীরা জড়িত।
এলপিজির দাম কমানোটা চ্যালেঞ্জের জানিয়ে তিনি বলেন, এক হাজার ২শ’ টাকার সিলিন্ডার বিক্রি হয় এক হাজার ৪শ’ থেকে এক হাজার ৫শ’ টাকায়।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক আলোচনায় উপদেষ্টা একথা বলেন।
জ্বালানির দাবি দিন দিন বাড়তে থাকবে জানিয়ে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, জ্বালানি ব্যতীত উন্নয়ন সম্ভব নয়। যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ বাড়াতে হবে।
বক্তারা বলেন, ভোক্তার কাছে ন্যায্য দামে এলপিজি পৌঁছাতে হবে। সরকারের নীতি আর অবকাঠামো এলপিজি প্রসারে বাধা।
অঞ্চলভিত্তিক পাইপ লাইনের মাধ্যমে এলপি গ্যাস সরবরাহ করা যেতে পারে বলে মন্তব্য করেন বক্তারা।