১০ হাজার কি.মি. নতুন সঞ্চালন লাইন
বিদ্যুৎ উৎপাদন বাড়ার সাথে সাথে উৎপাদিত বিদ্যুতের সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন সঞ্চালন ও বিতরণের জন্য প্রায় ১০ হাজার কিলোমিটার নতুন সঞ্চালন লাইন এবং প্রায় এক লক্ষ ৫০ হাজার কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, সিস্টেম লস কমানো, লোড ম্যানেজমেন্ট এবং বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে ২০২১ সালের মধ্যে আরো দুই কোটি প্রি-পেইড মিটার স্থাপনের পরিকল্পনার কথা বলা হয়েছে।
বিদ্যুতের দক্ষ ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়
শিল্প, বাণিজ্য ও আবাসিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে অপচয় রোধ করে এর সাশ্রয়ী ব্যবহার ও সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য আগামী ২০২১ সালের মধ্যে ১৫ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ জ্বালানির ব্যবহার কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।