১১ হাজার ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
আবারও বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হয়েছে। আজ রাতে ১১ হাজার ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
৭ই জুলাই উৎপাদন হয়েছিল ১১ হাজার ৫৯ মেগাওয়াট।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ করায় এই উৎপাদন সম্ভব হয়েছে। এজন্য উৎপাদনও বেড়েছে।
আজ দেশের কোথাও লোডশেডিং ছিলনা বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।