১৪ দিন পর পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

১৪ দিন পর ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু
পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন ১৪ দিন পর চালু হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।পায়রার প্রথম ইউনিটের উৎপাদন শুরু হলেও রক্ষণাবেক্ষণের জন্য এখনও এ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জানানো হয়েছে, পিডিবির অনুমোদন পাওয়ার পরই প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। এর আগে তাদের নির্দেশ সঞ্চালন লাইন সংস্কারের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছিলো। দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত গতিতে চলছে। শিগগিরই দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।