বিদ্যুৎ উৎপাদন ১৪ হাজার মেগাওয়াট পার হয়েছে: তৌফিক ইলাহী
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, দেশে সাড়ে তিন যুগে সাড়ে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও বর্তমান সরকার ৭ বছরে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অতিক্রম করেছে। প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব আর সবাই মিলে কাজ করার কারণেই বিদ্যুতের এই অর্জন সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস ও জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির চেয়ারম্যান প্রকৌশলী মেসবাহুর রহমান টুটুল। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর ভিডিও চিত্রউপস্থাপন করেন। সেখানে তিনি জš§ থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত
বঙ্গবন্ধুর নানা ঘটনা, অর্জন তুলে ধরেন। এ সময় বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।
সেমিনারে তৌফিক-ই-ইলাহী বলেন, একটি দেশকে স্বপ্ন দেখিয়ে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যখন যুদ্ধ শুরু হয় প্রায় ১ কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। বিশ্বের ইতিহাসে এত বড় মাইগ্রেশন হয়নি। এ মাইগ্রেশনের আলোচনা না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। উপদেষ্টা বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে যখন আমাদের খাবার নিয়ে টানাটানি তখন কতটুকু দুঃসাহস থাকলে বঙ্গবন্ধু ২০ মিলিয়ন ডলার দিয়ে ৫টি গ্যাসক্ষেত্র কিনে নিয়েছেন। এ গ্যাসক্ষেত্র আমাদের এতদিন জ্বালানি দিয়েছে। এতদিন পরও ২০ মিলিয়ন ডলার বা ১ লাখ ৪০ হাজার কোটি টাকার পরিমাণ গ্যাস রয়েছে বলে জানান তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইইবির সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভুঞা এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর। এছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়তশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রকৌশল প্রতিষ্ঠান ও সংস্থার প্রকৌশলীরা সেমিনারে উপস্থিত ছিলেন।