১৫-২০ সেপ্টেম্বর জামালপুর-শেরপুর-কিশোরগঞ্জে গ্যাস বন্ধ থাকবে
আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত গ্যাসের সঞ্চালন লাইনে আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পিগিং (সঞ্চালন পাইপলাইন পরিস্কার) করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল)।
এ সময় ঘাটাইল ক্যান্টনমেন্ট, গোপালপুর, জামালপুর, সরিষাবাড়ি, শেরপুর, তারাকান্দি ও কিশোরগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে এলেঙ্গা, টাঙ্গাইল, মির্জাপুর ও চন্দ্রা এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে। জিটিসিএল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।