১৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের আলোক উৎসব
আলোক উৎসব করে উ;যাপন করা হলো বিদ্যুতের ১৫ হাজার মেগাওয়াট উৎপাদনের মাইলফলক। রাজধানির হাতিরঝিলে সন্ধ্যার পর পরই আয়োজন করা হয় এই আলোক উৎসবের। আতোশবাজির আলোক ছটায় আলোকিত করে তোলা হয় অন্ধকার আকাশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আলোক উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় নেপালের জ্বালানিমন্ত্রী জনার্দন শর্মাও উপস্থিত ছিলেন।
আতশবাজি, লেজার শো এবং আলো দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখানো হয়। এর আগে রবিঠাকুরের ‘আলোকের এই ঝরণা ধারায় ধুইয়ে দাও…’ গানে নাচের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। আলোক উৎসব দেখতে বিভিন্ন প্রান্ত থেকে হাতিরঝিলে ভিড় জমায় রাজধানীবাসী।