২০১৮ সালের মধ্যেই গ‌্যাসের সমস্যার সমাধান হবে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৮ সালের মধ্যেই গ্যাসের সমস্যার সমাধান হবে। দেশে গ্যাসের মজুবত শেষ হয়ে আসায় গ্যাসের চাহিদা মেটাতে কয়েকটি এলএনজি টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আবার গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে ২০১৮ সালের গোড়ার দিকে। তখন আর গ্যাসের আর কোনো সমস্যা হবে না।
সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দিহাইমীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, কাতার থেকে এলএনজি আমদানি করা হবে। এ বিষয়ে আজকের বৈঠক আলোচনা হয়েছে। তাছাড়া বাংলাদেশ থেকে আগর, কেএসআরএম স্টিল ও বিআরবি ক্যাবলস আমদানি করবে কাতার।

বাণিজ্যমন্ত্রী বলেন, কাতারের রাষ্ট্রদূতের মাধ্যম্যে তিনি সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তারা যদি বাংলাদেশে বিনিযোগে আগ্রহী হয় তাহলে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি তাদের জন্য বরাদ্দ রাখা হবে। একই সঙ্গে তাদের সব ধরনের নীতি সহায়তা দেয়া হবে।

এরইমধ্যে কাতারের বেশ কিছু ব্যবসায়ী এলএনজি টার্মিনালসহ আটটি খাতে বাংলাদেশ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মন্ত্রী।