২০২১ সালের মধ্যেই স্বল্প খরচে বিদ্যুৎ: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ বলেছেন, ২০২১ সালের মধ্যেই স্বল্প খরচে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে বিনামূল্যে সেবাদানকারী প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবস্থার দ্রুত উন্নয়নের জন্য দেশের বিভিন্ন এলাকায় সরকার অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। শুধু তাই নয়, দেশের চাহিদা পূরণের জন্য সরকার জাপান, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও বিদ্যুৎ খাতে বিনিয়োগ আনার চে®দ্বা করছে। তিনি বলেন, দেশে যে বিদ্যুতের সংকট নেই, তা বলা যাবে না। বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠার লক্ষ নিয়ে বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের কাজ করা হচ্ছে।
পরিদর্শনের সময় ভারতেশ্বরী হোমস, নার্সিং স্কুল ও কলেজ এবং মেডিক্যাল কলেজের ছাত্রীরা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানান।