২০২১ সালে শতভাগ বিদ্যুৎ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব মানুষের ঘরে ঘরে আলো জ্বালাবো। এজন্য ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ দেয়া সম্ভব হবে। বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ।
বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি সকলকে পানি, গ্যাস ও বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি তাজুল ইসলাম, নেপালের জ্বালানি মন্ত্রী জনার্দন শর্মা, জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯২১ সালের এই দিনে আহসান মঞ্জিলে বিদ্যুৎ সংযোগ দেয়ার মাধ্যমে এদেশে বিদ্যুতের যাত্রা শুরু হয়। স্বাধীন হওয়ার পর ছিল বেহাল দশা। আওয়ামী লীগ সরকার ক্ষমতার আসার পরই বিদ্যুতের উৎপাদন বাড়তে শুরু করে। ২০০৯ সালে বিদ্যুতের অবস্থা ছিল নাজুক। দিনে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হতো। তখন দেশের মাত্র ৩ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। আর এখন বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেগাওয়াট। তিনি বলেন, ওই সময় মাত্র ৪৭ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা পেতো। এখন ৭ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। বিদ্যুতের সঙ্গে সঙ্গে জ্বালানিখাতেরও পরিকল্পনা করা হয়েছে। তিনি জানান, আগামী ২০১৮ সালে আমদানিকৃত এলএনজি হতে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এলএনজি সরবরাহের জন্য এরইমধ্যে পাইপলাইন স্থাপনের কাজ শুরু করা হয়েছে। টামিনাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, বিদ্যুতের চলমান এই গতি অব্যহত রাখার মাধ্যমে রূপকল্প ২০২১ অনুযায়ি আগামী ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারবো। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, এই উৎপাদিত বিদ্যুৎ সরবরাহেও ব্যপক পরিকল্পনা করা হয়েছে। গত আট বছরে ১ হাজার ৯০২ কিলোমিটার সঞ্চালন লাইন এবং ৯৭ হাজার কিলোমিটার নতন বিতরণ লাইন নির্মাণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নানাভাবে দেশে বিদ্যুৎ, গ্যাস ও পানির অপচয় করা হয়। নিজেদের স্বার্থেই এই অপচয় বন্ধ করা দরকার। তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ে জনসচেতনতার পাশাপাশি নিজেদেরও উদ্যোগ নিতে হবে।