২০২১ সালে ২৪ হাজার আর `৪১-এ ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার আর ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তৃতায় তিনি একথা বলেন।
ময়মনিাসংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের সাথে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাও উন্নত করা হচ্ছে।
তিনি বলেণ, সরকার মোট বিদ্যুতের ১০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের পরিকল্পনা করেছে। একই সাথে ২০২১ সালের মধ্যে দুই কোটির বেশি প্রিপেইড মিটার লাগানো হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে লোকসান কমিয়ে আনা হচ্ছে। নিরব্ছিন্ন বিদ্যুৎ দেয়ার জন্য মাটির নিচে দিয়ে তার নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিক জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি আমদানি করা হচ্ছে।