২০২১-২০২২ অর্থবছরের এডিপি: বিদ্যুৎ জ্বালানিতে দ্বিতীয় সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক:
আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র (এডিপি) দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ দেয়া হয়েছে। যা মোট এডিপির ২০ দশমিক ৩৬ শতাংশ। বরাবরের মত সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে যোগাযোগ ও পরিবহন খাতে, ২৭ দশমিক ৩৫ শতাংশ।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের এডিপিতে থাকছে ৪৫ হাজার ৮৬৮ কোটি টাকা। আর পরিবহন ও যোগাযোগ খাতে ৬১ হাজার ৬৩১ কোটি টাকা।
আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি), যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ১৪ শতাংশ বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এতথ্য জানান।
এডিপির পাশাপাশি স্বায়ত্বশাসিত সংস্থা বা করপোরেশনের জন্য প্রায় ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকার বরাদ্দ দেয়া হয়েছে। সবমিলে এডিপিতে বরাদ্দ ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা। যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপি‘র চেয়ে ২৭ হাজার ৬৮১ কোটি টাকা বেশি।
এই অর্থের মধ্যে অভ্যন্তরীণ বা নিজস্ব উৎস থেকে ১ লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৮৮ হাজার ২৪ কোটি ২৩ লাখ টাকা। আর স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে বরাদ্দের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬ হাজার ৭১৭ কোটি ৪৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৪ হাজার ৭৫১ কোটি ৪৭ লাখ টাকা।
এক হাজার ৫১৫টি প্রকল্পের জন্য এই অর্থ খরচ করা হবে।
আগামী ৩রা জুন জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।
যথাক্রমে বরাদ্দ দেয়া হয়েছে, গৃহায়ণ ও কমিউনিটি সুবিধা খাতে ২৩ হাজার ৭৪৭ কোটি টাকা বা ১০ দশমিক ৫৪ শতাংশ, শিক্ষায় প্রায় ২৩ হাজার ১৭৮ কোটি টাকা বা ১০ দশমিক ২৯ শতাংশ, স্বাস্থ্যে প্রায় ১৭ হাজার ৩০৭ কোটি টাকা বা ৭ দশমিক ৬৮ শতাংশ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে প্রায় ১৪ হাজার ২৭৪ কোটি বা ৬ দশমিক ৩৪ শতাংশ, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ খাতে প্রায় ৮ হাজার ৫২৬ কোটি টাকা বা ৩ দশমিক ৭৮ শতাংশ, কৃষি খাতে প্রায় ৭ হাজার ৬৬৫ কোটি টাকা বা ৩ দশমিক ৪০ শতাংশ, শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে প্রায় ৪ হাজার ৬৩৮ কোটি টাকা বা ২ দশমিক ০৬ শতাংশ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে প্রায় ৩ হাজার ৫৮৭ কোটি টাকা বা ১ দশমিক ৫৯ শতাংশ, গৃহায়ণ ও কমিউনিটি সুবিধায় প্রায় ২৩ হাজার ৭৪৭ কোটি টাকা বা ১০ দশমিক ৫৪ শতাংশ।
এবার বাজেটে ৬ লাখ ২ হাজার ৮৮০ কোটি টাকা বরাদ্দ দেয়া হতে পারে। যা চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ১৪ শতাংশ বেশি।
চলতি ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলার হয়েছে বলে সভায় জানানো হয়। গত অর্থবছরে মাথা পিছু আয় ছিল ২ হাজার ২৪ মার্কিন ডলার।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানিয়েছেন, এবারের বাজেট হবে প্রবৃদ্ধি ও সম্প্রসারণমূলক। সেই দৃষ্টিকোণ থেকে এডিপি বরাদ্দ দেয়া হয়েছে। স্বাস্থ্য ও কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বড় বড় যেসব প্রকল্প চলছে সেগুলোতেও প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হয়েছে। আমাদের টাকার অভাব নেই; কিন্তু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতার অভাব আছে।