২০২৫ সালের মধ্যে ৪৬ গ্যাস কূপ খনন: ভোলায় শুরু

ভোলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী-১ কূপ এর খনন রিগ

নিজস্ব প্রতিবেদক:
ভোলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী-১ কূপ এর খনন কাজ শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কূপ খনন শেষ হবে বলে জানানো হয়েছে। এখান থেকে কত গ্যাস তোলা যাবে তখন তা নিশ্চিত হওয়া যাবে।
কূপটি প্রায় ১১ হাজার ৫০০ ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। এ কূপ থেকে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। শুক্রবার ১৯শে আগষ্ট এই খনন শুরু হয়।
বাপেক্সের সাথে রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রম ভোলায় টবগী-১ অনুসন্ধান কূপ খনন করছে। এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে আরও ২টি অনুসন্ধান কূপ ইলিশা-১ ও ভোলা নর্থ-২ খনন করা হবে।
২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই কার্যক্রম শুরু হল। নতুন যে ৪৬টি কূপ করা হবে তারমধ্যে ১৭টি অনুসন্ধান, ১২টি উন্নয়ন এবং ১৭টি ওয়ার্কওভার কূপ।
পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান এনার্জি বাংলাকে বলেন, স্থানীয় ক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছি।
প্রতিবছর পরিকল্পনা পর্যালোচনা করা হবে। তিনি বলেন, ভোলার সাথে শ্রীকাইলে কূপ খনন শুরু হয়েছে। সেখানে একটি ভিন্নমাত্রার কূপ খনন চলছে। মোট তিনটি অনুসন্ধান কূপ পাশাপাশি করব। আর একটি কূপ হবে শরিয়তপুরে। আশা করছি সেপ্টেম্বর মাসে সেই কূপ খনন শুরু হবে। এছাড়া তিনটি ওয়ার্কওভার কূপ খনন করা হবে। বিয়ানিবাজার-১, সেমুতাং-৫ নম্বর চলমান আছে। এটি শেষ হলে সেমুতাং-৬ ওয়ার্কওভার করা হবে। তিনটি চলমান আছে। যার মধ্যে ২টি অনুসন্ধান ও ১টি ওয়ার্কওভার। এভাবে পর্যায়ক্রমে ৪৬টা কূপ খননের পরিকল্পনা করা হয়েছে। এখান থেকে প্রায় ৬০কোটি ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে বলে তিনি জানান।