৩৮ জেলায় বিদ্যুৎ নেই, বন্ধ ভারত থেকে বিদ্যুৎ আমদানি

বিদ্যুতের দুটো জাতীয় সঞ্চালন লাইন বিকল থাকায় দেশের  উত্তর ও দক্ষিনাঞ্চলের প্রায় ৩৮ জেলায় এক সাথে বিদ্যুৎ ছিল না। বন্ধ হয়ে যায় ভারত থেকে বিদ্যুৎ আমদানি।
দুপুরের পরে পর্যায়ক্রমে জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। সকাল থেকে ঐ অঞ্চলের সকল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ছিল।
বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘœ ঘটছে। এইসব অঞ্চলের বেশিরভাগ স্থানেই বিদ্যুৎ নেই।
পিজিসিবি সূত্র জানিয়েছে, আজ সকাল ১১টা ২০ মিনিটে টর্নেডোতে ঈশ্বরদী – ঘোড়াশাল ২৩০ কেভি জাতীয় গ্রিড বিকল হয়ে পড়ে। আর গতকাল সোমবার ঝড়ে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি জাতীয় গ্রিড বিকল হয়। এই দুই গ্রিড বিকল হওয়ায় দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
পিডিবি সূত্র জানায়, সঞ্চালন লাইন বন্ধ থাকায় অনেক স্থানেই বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এছাড়া ময়মনসিংহ থেকে ত্রিশাল, ভৈরব থেকে দুলিয়ারচর, সুনামগঞ্জ থেকে ধীরা ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ আছে।
পিডিবির হিসাবে খুলনা বরিশাল রাজশাহী ও রংপুর অঞ্চলে দুই হাজার ৬৬৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৩৭টি বিদ্যুৎ কেন্দ্র আছে। সোমবার এসব কেন্দ্র থেকে এক হাজার ৮৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। মঙ্গলবার দুপুরে এর বেশিরভাগই বন্ধ ছিল। পর্যায়ক্রমে এগুলো উৎপাদেন আনা হচ্ছে।