৪টি শিল্প ও ৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (তিতাস গ্যাস) গতদুই মাসে চারটি শিল্প, নয়টি বাণিজ্যিক ও একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। অবৈধ গ্যাস ব্যবহারের জন্য এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গত ১০ নভেম্বর ২০১৫ তারিখে
অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে রূপগঞ্জ উপজেলায় হযরত শাহ চন্দ্রপুরী রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার, আল্লাহর দান রেস্টুরেন্ট, নিউ ক্যাফে রেস্তোরা ও প্রিন্স রেস্তোরা, সোনারগাঁও উপজেলায় হীরাঝিল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, কচুপাতা রেস্টুরেন্ট, সুগন্ধা হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও সেফ ফুড ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কোম্পানীর বিশেষ পরিদর্শন দল, ভুলতার সান্তনা সাইজিং ইন্ডাস্ট্রিজ, রূপগঞ্জের সাধারণ শিল্প গ্রাহক হয়েও বয়লার স্থাপন করায় এবং রবিন প্রিন্টিং এন্ড প্যাকেজিং বিসিক, টঙ্গী-এ অনুমোদিত একটি বয়লারের স্থলে তিনটি বয়লারে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাজীপুর এলাকায় এ এম সি নীট কম্পোজিট লি. অনুমোদনে চেয়ে বেশি ক্ষমতার জেনারেটর চালানো এবং আর জি আর সোয়েটার লি. কে বেশি বয়লার ব্যবহারের কারণে বন্ধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মোহাম্মদপুর এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে নবাবী ভোজ রেস্টুরেন্ট-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।