৪টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সরকারি সিদ্ধান্ত অমান্য করায় ৪টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।
রমজান মাসে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সাময়িকভাবে সারাদেশে সকল সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়।
তিতাস জানায়, সরকারি সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রি করার দায়ে তিতাসের পরিদর্শক দল গত ১৪ জুন গাজীপুর এলাকার সুশল সিএনজি এবং গত ২০ জুন সাভার এলাকার দেওয়ান সিএনজি, নবীনগর সিএনজি ও এফ এফ এন্টারপ্রাইজ সিএনজি-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।