৪০ রকমের ফল ফলে ফুল ফোটে একই গাছে!

পিচ, পাম, অ্যাপ্রিকট, আমণ্ড, চেরি একই গাছে! ভাবতে অবাক লাগলেও সত্যি!

এমনই এক চমকপ্রদ আবিষ্কার করে সকলকে চমকে দিয়েছেন নিউ ইয়র্কের উদ্ভিদবিদ শ্যাম ভ্যান আকেন৷ দীর্ঘ গবেষণায় এমন এক গাছ তিনি সৃষ্টি করেছেন যাতে একইসঙ্গে ৪০ রকমের ফল ধরে৷ শুধু তাই নয়, বিভিন্ন সময় সেই চমকপ্রদ গাছ ভরে থাকে গোলাপি, বেগুনি-সহ নানা সুগন্ধি ফুলে৷

কিন্ত্ত কীভাবে সম্ভব হয়েছে এমন আবিষ্কার ? জানা গিয়েছে, ২০০৮ সালে নিউ  ইয়র্কে একটি ২০০ বছরের পুরনো উদ্যানের সন্ধান পান শ্যাম৷ গাছের প্রতি টান ও গবেষণার স্বার্থে তা কিনে নেন তিনি৷ তারপর গ্র্যাফটিং পতিতে বিভিন্ন্ গাছের ফলের বীজ থেকে সংকরায়ণের মাধ্যমে বর্তমান চমকপ্রদ গাছটি আবিষ্কার করেন৷ যে গাছে একইসঙ্গে ৪০ রকমের ফল হয়৷ ৪০ টি ফলের ৪০ রকমের ফুলও ফোটে৷

এই সাফল্যে নতুন করে গবেষণার উত্সাহ পেয়েছেন শ্যাম৷ ভবিষ্যতে তিনি আরও চমকপ্রদ গাছ আবিষ্কার করতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন৷ – ওয়েবসাইট