৫০০ মেগাওয়াট এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সমঝোতা
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেড-এর মধ্যে মাতারবাড়িতে ৫০০ থেকে ৬০০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সমঝোতা চুক্তি হয়েছে।
আজ কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সম্মেলন কক্ষে সমঝোতা চুক্তি সই হয়েছে। আমদানিকৃত এলএনজি দিয়ে এই কেন্দ্র চালানো হবে।
সমান ৫০ ভাগ অংশীদারিত্বে গঠন করা হবে যৌথ মূলধনী কোম্পানি। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটি উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে কোম্পানির সচিব মো. মিজানুর রহমান এবং জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেড (এশিয়া প্যাসেফিক)-এর প্রকল্প অবকাঠামো বিভাগের মহাব্যবস্থাপক ইউজি উয়েদা সমঝোতা স্বারকে সই করেন।
চুক্তি শেষে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কাশেম সহ মিৎসুই এন্ড কোং লিমিটেড-এর প্রতিনিধিরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিমন্ত্রী মিৎসুই এর এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো বিনিয়োগের আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।