বিদ্যুতের দাম কমাতে গণশুনানি!

প্রথমবারের মত বিদ্যুতের দাম কমাতে গণশুনানী করা হচ্ছে। বিদ্যুতের দাম কমানোর প্রস্তাবের ওপর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ৫ অক্টোবর গণশুনানির দিন ঠিক করা হয়েছে।
কনজুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) লিখিত প্রস্তাবের ওপর ভিত্তি করে এই গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি।
বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী সংস্থা ও কোম্পানিগুলোর সব সময় প্রস্তাবে থাকে বিদ্যুতের দাম বাড়ানোর। আর বিইআরসি সেই দাম বাড়ানোর প্রস্তাবের উপর শুনানী করে। কিন্তু এবার ক্যাব প্রস্তাব দিয়েছে দাম কমানোর। বিইআরসি সেই প্রস্তাব গ্রহণ করেছে। আর সেই প্রস্তাবের উপরও শুনানী হতে যাচ্ছে দাম কামনোর।
ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম  এনার্জি বাংলাকে বলেন, উৎপাদন ব্যয় কমিয়ে বাল্ক বা পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা ২৬ পয়সা কমানো সম্ভব। ক্যাব এই হিসেব গণশুনানিতে প্রমাণ করে দেবে।
বর্তমানে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৪ টাকা ৯০ পয়সা। নতুন করে আরও ৮৭ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।